‘প্রীতিলতা’র লুকে পরীমনি
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’র নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। ছবির শুটিং শুরু হওয়ার পর লাঠিখেলার একটি দৃশ্যে অভিনয়ের সময় আহত হয়েছিলেন তিনি। এরপর দুদিন বিশ্রামে, তারপর আবার শুটিং অংশ নেন এই অভিনেত্রী।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রীতিলতা’ সিনেমার একটি লুক প্রকাশ করেছেন পরীমনি। যা এই সিনেমার একটি লুক বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান পরীমনি।
গত ১ নভেম্বর থেকে উত্তরায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটিপরিচালনা করছেন রাশিদ পলাশ।
এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে আছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। এই সিনেমার জন্য একটি গান করবেন কলকাতার কবীর সুমন। ঢাকার পর্বের শুটিং শেষে চট্টগ্রামে শুটিং শুরু হবে।
Comments