অনিয়ম-বিষয়ক মতবিরোধে শীর্ষ নির্বাচন অপরাধ প্রসিকিউটরের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগের জের ধরে দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ নির্বাচন অপরাধবিষয়ক প্রসিকিউটর পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ নির্বাচন অপরাধবিষয়ক প্রসিকিউটর রিচার্ড পিলগার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগের জের ধরে দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ নির্বাচন অপরাধবিষয়ক প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তিনি পদত্যাগ করেন।

রাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো পরীক্ষা করে দেখা উচিত বলে ফেডারেল প্রসিকিউটরদের বলেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

তার এই মন্তব্যের পর পদত্যাগ করলেন জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ নির্বাচন অপরাধবিষয়ক প্রসিকিউটর রিচার্ড পিলগার।

জাস্টিস বিভাগের পাবলিক ইনটেগ্রিটি সেকশনের নির্বাচন অপরাধ শাখার পরিচালক রিচার্ড পিলগার এক ইমেল বার্তায় সহকর্মীদের কাছে তার পদত্যাগপত্র পাঠান।

তবে তিনি জাস্টিস বিভাগে অন্য পদে থাকতে চান কি না সে বিষয়ে ইমেলে পরিষ্কার কিছু বলা হয়নি।

নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে, কোনো কোনো গণমাধ্যম অ্যারিজোনায় বিজয় দেখিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯০ দেখিয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এখনো জর্জিয়া, অ্যারিজোনা, উত্তর ক্যারোলিনা ও আলাস্কার ফল ঘোষণা বাকি রয়েছে। রাজ্যগুলোতে মোট ৪৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে জর্জিয়া ও অ্যারিজোনায় বাইডেন এবং উত্তর ক্যারোলিনা ও আলাস্কায় ট্রাম্প এগিয়ে রয়েছেন। উত্তর ক্যারোলিনা ও আলাস্কায় ইলেকটোরাল ভোটের সংখ্যা যথাক্রমে ১৫টি ও তিনটি।

আরও পড়ুন:

ট্রাম্পের ‘আইনি চ্যালেঞ্জে’ লক্ষ্য রাশিয়ার, মন্তব্য নেই চীনের

মাস্ক পরা বাধ্যতামূলক করার পরিকল্পনা বাইডেনের

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন

এক নজরে জো বাইডেন

ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ স্ত্রী ও জামাতার

হোয়াইট হাউজ ছাড়ার আগে কী করতে পারেন ট্রাম্প

আইনি লড়াইয়ের অর্থ সংগ্রহ করছেন ট্রাম্প, পরাজয় মানবেন না

‘আসুন আমরা একে অপরকে সুযোগ দিই’ ট্রাম্প সমর্থকদের বাইডেন

 

Comments

The Daily Star  | English

Labour Issues: Govt, businesses play down prospects of US trade penalties

The government and business leaders have played down the significance of the diplomatic note from the Bangladesh embassy in Washington DC to the commerce ministry about possible measures like trade penalties and visa restrictions over labour issues.

14h ago