ময়মনসিংহে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ।
গতকাল সোমবার ওই গৃহবধূ বাদি হয়ে তারাকান্দা থানায় মামলাটি করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, দুই বছর আগে বাকপ্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। তাদের একটি শিশু সন্তান রয়েছে। গত ৫ নভেম্বর শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ করেন। সোমবারের মামলার পর আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
Comments