‘গ্রিজমানের প্রতি মেসির মনোভাব দুঃখজনক’

messi and griezmann
ছবি: টুইটার

কিছুদিন আগে লিওনেল মেসিকে অভিযোগের তীরে জর্জরিত করেছিলেন বার্সেলোনার সাবেক কোচ কিকে সেতিয়েন। সেই রেশ এখনও পুরোপুরি কেটে যায়নি। এরই মধ্যে নতুন করে আর্জেন্টাইন তারকাকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। তার ক্লাব সতীর্থ আঁতোয়ান গ্রিজমানকে যিনি ভবিষ্যতের তারকা হিসেবে আবিষ্কার করেছিলেন, সেই এরিক ওলহাতসের মতে, কাতালান ক্লাবটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন মেসি।

অনেক নাটকীয়তার পর গত বছর অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় যোগ দেন গ্রিজমান। কিন্তু নতুন ঠিকানায় এখনও থিতু হতে পারেননি বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। তার পারফরম্যান্সে নেই ছন্দ, ভুগছেন ধারাবাহিকতার অভাবে। এজন্য বারবার সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ২৯ বছর বয়সী তারকাকে। কিন্তু ওলহাতসের বিশ্লেষণ বলছে, কেবল গ্রিজমানকে দোষ দিলে চলবে না, তার বেহাল দশার পেছনে দায় রয়েছে বার্সা অধিনায়ক মেসিরও!

মঙ্গলবার ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, ‘আঁতোয়ান সংগ্রাম করতে থাকা একটি ক্লাবে যোগ দিয়েছে, যেখানকার সবকিছুতেই মেসির মতামত রয়েছে। সে একইসঙ্গে রাজা ও সম্রাট। আঁতোয়ানের আগমনকে সে ভালো চোখে দেখেনি। গত মৌসুমে আঁতোয়ান যখন যোগ দেয়, তখন মেসি তার সঙ্গে কথা বলেনি এবং তাকে পাস দেয়নি।’

griezmann and eric
ছবি: টুইটার

২০১৬ সাল পর্যন্ত গ্রিজমানের এজেন্ট ও উপদেষ্টা হিসেবে কাজ করেন ওলহাতস। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে ন্যু ক্যাম্পে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবেও উল্লেখ করেছেন তিনি, ‘গ্রিজমানের প্রতি মেসির মনোভাব দুঃখজনক। আমি সবসময় আঁতোয়ানকে বলতে শুনেছি যে, মেসির সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু ওপাশ থেকে এরকম কিছু কখনও শুনতে পাইনি। এটা ত্রাসের রাজত্ব। হয় আপনাকে তার সঙ্গে থাকতে হবে কিংবা বিপরীতে।’

কেন গ্রিজমানকে সমর্থন জানিয়ে মেসিকে অভিযুক্ত করছেন তারও ব্যাখ্যা দিয়েছেন ওলহাতস, ‘আঁতোয়ান কখনও কারও সঙ্গে দ্বন্দ্বে জড়ায় না। সে এরকম নয়। এটা সাহসের বা ব্যক্তিত্বের ঘাটতির কারণে নয়। সে কেবল ফুটবল খেলতে ভালোবাসে। সে কখনও কারও সঙ্গে লড়াইয়ে যায় না। তার মতে, দ্বন্দ্বে জড়ানো অনর্থক।’

বার্সার জার্সিতে অভিষেক মৌসুমে মাত্র ১৫ গোল করেন গ্রিজমান। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার পা থেকে এসেছে মাত্র দুই গোল। তবে ওলহাতস নিশ্চিত যে, বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াবেন গ্রিজমান, ‘আমি তাকে ইতোমধ্যে অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে দেখেছি এবং আমি জানি, এই পরিস্থিতি জয় করে সে সামনে এগিয়ে যাবে। এই ক্লাবটা (বার্সা) অসুস্থ, সে নয়।’

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago