তুলে নিয়ে যাওয়ার ৯ ঘণ্টা পরে র্যাব সদস্যদের ফেরত দিলো বিএসএফ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে তুলে নিয়ে যাওয়ার নয় ঘণ্টা পরে দুই র্যাব সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে র্যাব সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। উপজেলার বি-আমতলী সরস্বতীপুর সীমান্ত এলাকায় অভিযানে যাওয়া দুই র্যাব সদস্যকে গতকাল দুপুর ২টার দিকে তুলে নিয়ে যায় বিএসএফ।’
‘গতকাল সাদা পোশাকে পাঁচ জন র্যাব সদস্য মোটরসাইকেলে সীমান্ত এলাকা সমজিয়া মণ্ডলপাড়ায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। মাদক চোরাকারবারিরা পালিয়ে পাশেই ভারতের একটি গ্রামে আশ্রয় নেন। র্যাব সদস্যরা ভুল করে ওই গ্রামে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা দুই জন র্যাব সদস্যকে আটক করেন’— বলেন আশিক বিল্লাহ।
Comments