শীর্ষ খবর

সর্বহারা পরিচয়ে ৫ দিনে চাঁদপুরের ৩০ চিকিৎসককে হুমকি

সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদার দাবিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্তত ৩০ জন চিকিৎসক। তারা অভিযোগ করেছেন, চাঁদা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন চরমপন্থীরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদার দাবিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্তত ৩০ জন চিকিৎসক। তারা অভিযোগ করেছেন, চাঁদা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন চরমপন্থীরা।

হাইমচর উপজেলার ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. মামুন রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৭ নভেম্বর দুপুর ২টার দিকে আমার কাছে প্রথম কল আসে। এরপর সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয়ে একই নম্বর থেকে হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস, ডা. নাজমা আহমেদের কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতি বলেন, দুই দফায় আমাদের হাসপাতালের ১২ জন চিকিৎসককে দুটি ফোন নম্বর থেকে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাজীগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, গত কয়েক দিনে আমাদের অন্তত ৩০ জন চিকিৎসক হুমকি পেয়েছেন। সাধারণ ডায়েরি করার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে বিষয়টি জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সদর সার্কেল) আফজাল হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। কোথায় থেকে ফোন করা হয়েছিল তা ইতোমধ্যে জানা গেছে।

Comments