টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরীসহ তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাহালুল খান। নিহত তিন জন হলেন— দেলদুয়ার উপজেলার বারেক মিয়ার ছেলে শুভ আক্তারর সানী (১৮), সদর উপজেলার কাগমারা এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে মমতা হিয়া সুকন্যা (১৫) ও করটিয়ার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পী (২২)।
নাগরপুর থানার ওসি বাহালুল খান জানান, আজ সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ তিন জন নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
Comments