যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় একজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন সকাল ১১টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। মরিয়মের মেয়ে জান্নাত আক্তার জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলায়। তার বাবা নূর ইসলাম পেশায় কাভার্ডভ্যানচালক। তারা সপরিবারে মাতুয়াইল মুসলিমনগর এলাকায় বসবাস করেন।
তিনি আরও জানান, সকালে তারা শনির আখড়া এলাকায় একটি কসমেটিক্সের দোকানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মেঘালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
Comments