ভারতের অনলাইন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে আসছে

অনলাইন নিউজ পোর্টালসহ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং হটস্টারের মতো অনলাইন কন্টেন্ট পরিবেশনকারীদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় আনতে আদেশ জারি করেছে ভারত সরকার। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন গত সোমবার জারি করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।
ছবি: এনডিটিভি

অনলাইন নিউজ পোর্টালসহ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং হটস্টারের মতো অনলাইন কন্টেন্ট পরিবেশনকারীদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় আনতে আদেশ জারি করেছে ভারত সরকার। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন গত সোমবার জারি করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।

সরকারি এ বিধি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের সংবাদের ওপরও প্রযোজ্য হবে। এ ছাড়া, অনলাইন প্ল্যাটফর্মের চলচ্চিত্র, অডিও-ভিজ্যুয়াল এবং সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলিও মন্ত্রণালয়ের আওতায় আসবে।

এখন পর্যন্ত ভারতে ডিজিটাল মাধ্যম নিয়ন্ত্রণে কোনও আইন বা স্বায়ত্তশাসিত সংস্থা নেই।

ভারতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রিন্ট মিডিয়া তদারকি করে, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ) সংবাদ চ্যানেল পর্যবেক্ষণ করে, অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া বিজ্ঞাপনের জন্য এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) চলচ্চিত্র তদারকি করে।

গত মাসে, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে একটি আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের মন্তব্য জানতে চেয়েছিল। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে নোটিশ জারি করে।

নিউজ পোর্টাল এবং হটস্টার, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো স্ট্রিমিং সেবার মতো ওটিটি প্ল্যাটফর্মগুলো ইন্টারনেট সেবা বা অপারেটরদের নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয়।

ওটিটি ও স্ট্রিমিং সেবার বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম চলচ্চিত্র নির্মাতাদের ও শিল্পীদের বিষয়বস্তু প্রকাশে সেন্সর বোর্ডের ছাড়পত্রের শঙ্কা ছাড়াই একটি উপায় করে দিয়েছে বলে আবেদনে বলা হয়েছিল।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পৃথক মামলায় সুপ্রিম কোর্টকে বলেছিল যে ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং আদালত এজন্য প্রথমে একটি কমিটি করে দিতে পারে যারা বিদ্বেষমূলক বক্তব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্দেশনা তৈরির আগ পর্যন্ত এগুলো তদারকি করতে পারে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago