দিবালাকে রিয়ালে যোগ দিতে বললেন জাম্পারিনি

সিরি আয় গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাওলো দিবালা। অথচ সে খেলোয়াড়কে এ বছর সে অর্থে ব্যবহার করছে না জুভেন্টাস। তার জায়গায় তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রেখেছেন নতুন কোচ আন্দ্রেয়া পিরলো। তাই খুব শীগগিরই দিবালাকে তুরিন ছেড়ে নতুন ঠিকানা খুঁজতে বলেছেন পালেরমোর সাবেক প্রেসিডেন্ট মাউরিজিও জাম্পারিনি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যোগ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
dybala
ছবি: টুইটার

সিরি আয় গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাওলো দিবালা। অথচ সে খেলোয়াড়কে এ বছর সে অর্থে ব্যবহার করছে না জুভেন্টাস। তার জায়গায় তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রেখেছেন নতুন কোচ আন্দ্রেয়া পিরলো। তাই খুব শীগগিরই দিবালাকে তুরিন ছেড়ে নতুন ঠিকানা খুঁজতে বলেছেন পালেরমোর সাবেক প্রেসিডেন্ট মাউরিজিও জাম্পারিনি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যোগ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

চলতি মৌসুমের শুরুর দিকে জুভেন্টাসের মূল একাদশে জায়গা হয়নি দিবালার। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও নয়। তবে সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে একাদশে থাকছেন তিনি। তার মতো খেলোয়াড়কে নিয়মিত একাদশে না রাখাকে লজ্জার বলে মনে করেন জাম্পারিনি, 'আমি এখনও নিশ্চিত যে সেই (দিবালা) নতুন মেসি। দিবালা একজন চ্যাম্পিয়ন পাশাপাশি খুব ভালো মানুষ এবং আমি এখনও বুঝতে পারি না কেন অনেকে তাকে ভুলে যায়। দিবালা এখন সিরি আ-তে স্টার্টার নয়, এটা একটা লজ্জার ব্যাপার।'

এমন সময় আসার আগেই দিবালাকে জুভেন্টাস ছাড়ার পরামর্শ দিয়েছিলেন এ সাবেক প্রেসিডেন্ট, 'তিন বছর আগে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম তুরিন থেকে সরে যাওয়ার জন্য, আমার পরামর্শ তার অনুসরণ করা উচিত ছিল। আমি তাকে স্পষ্ট করে বলেছি: 'পাওলো, আপনার নিজের জন্য তোমাকে অবশ্যই জুভেন্টাস ছেড়ে চলে যেতে হবে।' তার ফুটবল চিন্তা-ভাবনা স্পেনের জন্য (সবচেয়ে উপযুক্ত), বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ উভয় দলেই হতে পারে। তবে সে আমাকে সবসময় বলেছিলেন যে সে জুভেন্টাসে ভালো আছে।'

দেরি হলেও এখনই রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে দিবালাকে যোগ দেওয়ার পরামর্শ ফের দিচ্ছেন জাম্পারিনি, ''আমি আজও তাকে যে পরামর্শ দিচ্ছি তা হলো: "পাওলো, জুভেন্টাস ছেড়ে রিয়াল মাদ্রিদে যাও। এটা জানুয়ারীর প্রথম দিকে হতে পারে। সবার জন্য এটা একটি (ভালো) চুক্তি হবে।" তার জন্য এবং জুভেন্টাসের জন্য, যারা এরমধ্যে দু'মাস আগে তাকে বিক্রি করার চেষ্টা করেছিল।'

'পাওলো একজন চ্যাম্পিয়ন, ডেপুটি নন। জুভেন্টাসে ক্রিস্তিয়ানো রোনালদো আছেন, একজন সত্যিকারের ফেনোমেনন, এবং দিবালাকে অন্য বড় দলে যোগ দিয়ে রোনালদোর বিরুদ্ধে (খেলতে হবে)।' -যোগ করে আরও বলেন তিনি।

অবশ্য দিবালার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। আগামী জানুয়ারিতে মাদ্রিদের যোগ দিতে পারেন বলেই সংবাদ প্রকাশ হয়েছে বেশ কিছু সংবাদমাধ্যমে।

Comments

The Daily Star  | English

Revenue target for FY25 to be left unchanged

The interim government will not bring down the revenue collection target for the current fiscal year as it aims to mobilise more domestic resources to reduce reliance on foreign loans, according to Finance and Commerce Adviser Salehuddin Ahmed.

2h ago