বাংলাদেশে খেলতে আসা নেপালের খেলোয়াড় করোনায় আক্রান্ত
বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার আগে আরও একটি ধাক্কা খেয়েছে নেপাল ফুটবল দল। আজ মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন ফুটবলার রঞ্জিত ধিমাল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, 'মঙ্গলবার সকালে বাংলাদেশ ও নেপাল উভয়পক্ষের খেলোয়াড় এবং কর্মকর্তাদের কোভিড -১৯ পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখানে নেপাল দলের রঞ্জিত পজিটিভ হয়েছেন।'
কোভিড-১৯ পজিটিভ এলেও রঞ্জিতের মধ্যে কোনো ধরণের উপসর্গ নেই। বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে বলে জানান আবু নাঈম, 'তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে যদিও তার কোনো ধরণের লক্ষণ নেই।'
বাংলাদেশে আসার আগে গত ৫ নভেম্বর স্কোয়াডের সমস্ত ২৫ জন খেলোয়াড় এবং ১১ জন স্টাফকে পরীক্ষা করিয়েছিল। তবে তখন কারও মধ্যেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে এর আগে কাঠমান্ডুতে অনুশীলন ক্যাম্প শুরু করার আগে প্রাথমিক ভাবে ৭ জন খেলোয়াড়ের করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ক্যাম্প চলাকালীন সময়ে আক্রান্ত হন আরও ৪ জন। এমনকি দেশ ছাড়ার ৪৮ ঘণ্টা আগের পরীক্ষাতেও ৩ জন পজিটিভ আসেন। তাদের ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে।
উল্লেখ্য, আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
Comments