মাস্ক না পরায় চাঁদপুরে আরও ৮১ জনকে জরিমানা

Chandpur.jpg
দণ্ডপ্রাপ্তদের জেলা স্টেডিয়ামের হলরুমের বড় পর্দায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার ওপর এক ঘণ্টার সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। ছবি: স্টার

করোনাভাইরাস সতর্কতায় মুখে মাস্ক না পরার কারণে চাঁদপুরে আরও ৮১ জনকে জরিমানা করা হয়েছে।

চাঁদপুর জেলায় শতভাগ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে আজ বুধবারও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৮১ জনকে মাস্ক না পরার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ৫২টি মামলা দায়ের করেন। এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ও ইমরান মাহমুদ ডালিম।’

পরে জেলা প্রশাসকের নির্দেশে তাদেরকে এক ঘণ্টা আটকে রেখে জেলা স্টেডিয়ামের হলরুমের বড় পর্দায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার ওপর এক ঘণ্টার সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।

গতকাল শহরে আড়াই ঘণ্টার এক অভিযানে ১৪৩ জনকে জরিমানা করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago