বঙ্গবন্ধু টি-২০: সাকিব খুলনায়, তামিম বরিশালে, মুশফিক ঢাকায়

shakib al hasan

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসানকে দলে পেয়েছে জেমকন খুলনা। মাহমুদউল্লাহ রিয়াদও গেছেন এই দলে। তামিম ইকবালকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকায় আর মোস্তাফিজুর রহমান গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামে।

ড্রাফটের প্রথম রাউন্ডে প্রথম ডাকেই মোস্তাফিজকে দলে নেয় চট্টগ্রাম। রাজশাহী নিজেদের প্রথম সুযোগে দলে ভেড়ায় মোহাম্মদ সাইফুদ্দিনকে। সাকিবের পর দ্বিতীয় ডাকে একই ক্যাটাগরির মাহমুদউল্লাহকে নেয় খুলনা।  

এছাড়া প্রথম দিকে জাতীয় দলের তারকাদের মধ্যে লিটন দাস, সৌম্য সরকারকে দ্বিতীয় ডাকে নিয়ে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম।  দল পেয়েছেন মোহাম্মদ আশরাফুলও। তাকে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

প্রতি দল ১৬ জন করে খেলোয়াড় দলে নিতে পারবে। প্লেয়ার্স ড্রাফটে চার ক্যাটাগরির মোট ১৫৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এ ক্যাটাগরির জন্য ১৫ লাখ, বি ক্যাটাগরি ১০ লাখ, সি ক্যাটাগরি ৬ লাখ ও ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪ লাখ টাকার পারিশ্রমিক।

আরও খবর- বঙ্গবন্ধু টি-২০: প্লেয়ার্স ড্রাফটে চার ক্যাটাগরিতে ১৫৭ ক্রিকেটার

যারা যারা দল পেলেন:

বেক্সিমকো ঢাকা:  মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।  

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।  

আরও খবর- ফিটনেস পরীক্ষায় সাকিব সেরা নন, ‘স্ট্যান্ডার্ড মানের’ কাছাকাছি!

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, , রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।  

গাজি গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হসান (অ-১৯ পেসার) 

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানবির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ। 

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago