আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে: সিইসি

বাংলাদেশের কাছ থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের কাছ থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘আমাদেরও শেখার আছে আমেরিকা-ইউরোপ থেকে। কোনো সন্দেহ নেই, যেকোনো জায়গা থেকে ভালো শিক্ষা তো আমরা গ্রহণ করি। আর আমারও একটা কথা আছে, আমাদের কাছ থেকেও তাদের শিক্ষাটা নেওয়া উচিত। কারণ, আমেরিকা ৪-৫ দিনেও ভোট গণনা করতে পারে না। আর আমরা ইভিএমের মাধ্যমে চার-পাঁচ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকার নেই। তাদের প্রায় আড়াই শ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তো সেটা অ্যাড্রেস করতে এখনো পারেনি।’

‘দ্বিতীয়ত তাদের কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নেই, কেন্দ্রীয়ভাবে নেই। এটা কাউন্টি লেভেলে হয়। ১৩ হাজার কাউন্টি, সেখানে তারা ভোট গণনা করে। তাদের আইন মতো। সুতরাং তাদের কাছ থেকেও অবশ্যই আমাদেরও শিক্ষণীয় আছে’, বলেন তিনি।

ইভিএমে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সিইসি বলেন, ‘কেন কম, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (৭৭)। তার মৃত্যুর পর এই আসনটি ফাঁকা হওয়ায় আজ এখানে উপনির্বাচন হচ্ছে।

Comments