আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না: এনবিআর চেয়ারম্যান

NBR_Chair_12Nov20.jpg
ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ বৃহস্পতিবার সকালে এনবিআর’র সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনা মহামারির কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এনবিআর ২০০৮ সাল থেকে জাতীয় আয়কর দিবস এবং ২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে। কোভিড পরিস্থিতির কারণে এ বছর আয়কর মেলা হচ্ছে না। তবে নভেম্বর মাসব্যাপী করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা দেওয়া হচ্ছে।

দেশের সব কর অঞ্চলের কার্যালয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্য সেবা প্রদান করা হবে। রিটার্ন জমা দেওয়ার পরে করদাতাদের তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago