করোনায় হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদিনের মৃত্যু

হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে ১০টার দিকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে জয়নাল আবেদিন পরিবহন খাতে যুক্ত ছিলেন। ১৯৮৪ সালে তিনি নিজেই হানিফ পরিবহন নামে ট্রান্সপোর্ট বিজনেস শুরু করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
Comments