আনন্দধারা

‘কেজিএফ-২’ সিনেমার শুটিংয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা আগের মতো নেই। এ কারণে অনেকেই ভেবেছিলেন তাকে হয়তো ‘কেজিএফ-২’ সিনেমায় দেখা যাবে না। কিন্তু, সবাইকে অবাক করে ‘কেজিএফ-২’ সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেজিএফ চ্যাপ্টার টু এর দৃশ্যে সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা আগের মতো নেই। এ কারণে অনেকেই ভেবেছিলেন তাকে হয়তো  ‘কেজিএফ-২’ সিনেমায় দেখা যাবে না। কিন্তু, সবাইকে অবাক করে ‘কেজিএফ-২’ সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন- যশ, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডনসহ অনেকে। আগামী ১৪ জানুয়ারি এটি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।

‘কেজিএফ-২’ সিনেমার প্রযোজনা সংস্থা সূত্র গণমাধ্যমকে বলেছে, ‘অসুস্থতার কারণে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলোতে সঞ্জয়ের ডামি ব্যবহারের চিন্তা ছিলো। কিন্তু,  তিনি নিজেই এসব দৃশ্যে অভিনয়ের বিষয়ে আশাবাদী। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তনের দিকে আছে। সবকিছু ঠিক থাকলে আর কিছুদিন পরেই তিনি শুটিংয়ে ফিরবেন। এতোটা আত্মবিশ্বাসী এবং কাজপাগল মানুষ খুব কম দেখেছি। তার সব থেকে বড় গুণ তিনি কখনো  হতাশ হন না।’

Comments

The Daily Star  | English

13 killed in bus-pickup collision in Faridpur

At least 13 people were killed and several others were injured in a head-on collision between a bus and a pick-up at Kanaipur area in Faridpur's Sadar upazila this morning

1h ago