সবচেয়ে দামি খুলনা, কম বাজেটের দল রাজশাহী

shakib al hasan- mahmudullah

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে খেলোয়াড় দলে ভেড়াতে সবচেয়ে বেশি টাকা খরচ করছে জেমকন খুলনা। তারা ১৬ ক্রিকেটারের জন্য খরচ করবে ১ কোটি ১৪ লাখ টাকা। আর সবচেয়ে কম খরচে দল বানিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে যায় নতুন এই টি-টোয়েন্টি আসরের ড্রাফট। তাতে সবচেয়ে বেশি পারিশ্রমিক থাকা ‘এ’ ক্যাটাগরির দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে দলে নেয় খুলনা। এই দুজনের জন্যই লাগছে ৩০ লাখ টাকা। 

এরপরই আছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। দল দুটি  দল বানাতে খরচ করছে এক কোটি ১৩ লাখ টাকা করে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ টাকা করে  পারিশ্রমিক থাকা ‘বি’ ক্যাটাগরির ৬ ক্রিকেটারকে দলে নিয়েছে চট্টগ্রাম। রাজশাহীও এই ক্যাটাগরির পাঁচজনকে নেয় দলে।

বেক্সিমকো ঢাকা গড়েছে তারুণ্য নির্ভর দল। তাদের দলে আছেন যুব বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার। যারা ‘ডি’ ক্যাটাগরিতে থাকায় পারিশ্রমিক সবচেয়ে কম। দল গড়তে তাই এক কোটি তিন লাখ টাকা খরচ ঢাকার।

পরিসংখ্যানে সবচেয়ে কম বাজেটের দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসানদের দলে নিয়েছে তারা। এই দুজনেই আছেন ‘ডি’ ক্যাটাগরিতে। রাজশাহীই একমাত্র দল যারা ‘এ’ ক্যাটাগরির কোন খেলোয়াড়কেই দলে ভেড়ায়নি। সবচেয়ে কম এক কোটি দুই লাখ টাকায় দল প্রস্তুত হয়েছে তাদের।

দলের স্পন্সর হিসেবে প্রতিটি কর্পোরেট হাউস বিসিবিকে টাকা পরিশোধ করেছে। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করবে বোর্ড। তবে একটা দলের জন্য মোট ১ কোটি ৯ লাখ  পর্যন্ত পারিশ্রমিকের দায় নেবে বিসিবি। এর বাইরে যাদের খরচ হবে সেই টাকা কর্পোরেট প্রতিষ্ঠানকেই দিতে হবে। সেক্ষেত্রে জেমকনকে দিতে হবে পাঁচ লাখ, গাজি গ্রুপ ও বেক্সিমকোকে দিতে হবে ৪ লাখ টাকা করে। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল

বেক্সিমকো ঢাকা:  মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, , রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

গাজি গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান (অ-১৯ পেসার)

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানবির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

 

 

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

6h ago