শিশুর পায়ুপথে নির্যাতন, পুলিশ হেফাজতে আনসার সদস্য

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে এক আনসার সদস্যের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে ও পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আনসার সদস্য রুবেল সরকারকে (৩২) এ ঘটনার পর হেফাজতে নিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মলদ্বারের বিভিন্ন অংশ ছিড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার জলিলগঞ্জ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

ভুক্তভোগী শিশু পাথরঘাটার সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, জলিলগঞ্জ এলাকায় একটি মাঠে খেলছিল একদল শিশু। ওই এলাকায় ১২ জন আনসার সদস্য নিয়মিত পাহারা দেয়। আজ সকালে খেলতে গেলে আনসার সদস্যরা শিশুদের ধাওয়া করলে তারা দৌড়ে চলে যাবার সময় ওই শিশুটিকে আনসার সদস্য রুবেল ধরে ফেলেন। এরপর তাকে লাঠি দিয়ে মারধর এবং এক পর্যায়ে পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেয়।

‘স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে আনসার সদস্য রুবেল পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়,’ বলেন ওসি।

ওসি মহসিন আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব।’

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

51m ago