ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বড় ব্যবধানে জয় পেয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিনের সই করা প্রাথমিক বেসরকারি ফলাফলে এ খবর জানা গেছে।
ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।
আসনটির পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮১ হাজার ৮১৮ জন ভোটার যা মোট ভোটারের মাত্র ১৪ শতাংশ।
Comments