বিএনপি’র ঘাড়ে দায় চাপাতে বাসে অগ্নিকাণ্ড: ফখরুল
বিএনপি’র ঘাড়ে দায় চাপাতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপি ধ্বংসের রাজনীতি করে না। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, সরকারি এজেন্টরা এ ধরনের নাশকতা চালিয়ে থাকে। বিএনপির ঘাড়ে দায় চাপাতে এই নাশকতা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালন করি।’
তিনি আরও বলেন, ‘যখন দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকে না তখন এ ধরনের ঘটনা ঘটে। মিছিল-মিটিং যখন বন্ধ করে দেওয়া হয়, সন্ত্রাসীরা তখন নাশকতার সুযোগ নেয়।’
Comments