ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- রেখা বেগম (৫৫), রেখার ছেলে আজাউল হক (৩২) এবং রেখার নাতি সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুজন মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রেখা, আজাউল এবং সুজন বাড়ির পাশে একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় প্রথমে আজাউল জলাশয়ের পানিতে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মা রেখা এবং আজাউলের ভাইয়ের ছেলে সুজন মিয়া বিদ্যুৎপৃষ্ঠ হন। সুজন ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে রেখা এবং আজাউলকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসাধীন অবস্থায় মা এবং ছেলের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহিল জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে দুইজন অফিসারকে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’
Comments