জর্জিয়াতেও বিজয়ী বাইডেন, প্রথমবারের মতো নতুন প্রশাসন নিয়ে ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিচ্ছে বিবিসি। ১৯৯২ সালের পর রাজ্যটিতে এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে জো বাইডেন ইলেকটোরাল কলেজে মোট ৩০৬টি ভোট পেলেন।
জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিচ্ছে বিবিসি। ১৯৯২ সালের পর রাজ্যটিতে এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে জো বাইডেন ইলেকটোরাল কলেজে মোট ৩০৬টি ভোট পেলেন।

অন্যদিকে, নর্থ ক্যারোলিনাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি। এ নিয়ে তিনি ২৩২টি ভোট পাবেন।

বিবিসি জানায়, বাইডেন এই নির্বাচনে মোট যত ভোট পেয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্পও সমান ভোট পেয়েছিলেন। সেসময় ট্রাম্প একে ‘বিপুল ব্যবধানে জয়’ বলে উল্লেখ করেন।

আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও শুক্রবার প্রথমবারের মতো জানুয়ারিতে সম্ভাব্য নতুন প্রশাসন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

শুক্রবার নির্বাচনের পর করোনাভাইরাস টাস্কফোর্সের একটি ব্রিফিংয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন তিনি।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প বলেন, ‘এই প্রশাসন লকডাউন দেবে না। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, কে জানে সেটা কোন প্রশাসন হবে। আমার ধারণা, সেটা সময়ই বলবে।’

সেসময় প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

বাইডেনের জয়কে স্বীকৃতি জানানো ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রস্তুত হওয়ার জন্য ট্রাম্পের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে মূল রাজ্যগুলোয় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে, এখনো পর্যন্ত কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।

বাইডেনের জয় নিশ্চিত হওয়ায় শুক্রবার ট্রাম্পের প্রচারণা শিবির অ্যারিজোনার একটি মামলা থেকে সরে আসে।

মিশিগানে ওয়েইন কাউন্টিতে ভোট জালিয়াতির অভিযোগ করে নির্বাচনী ফলাফলের সনদ আটকে দেওয়ার জন্য দুই রিপাবলিকান পর্যবেক্ষক অনুরোধ করেছিলেন। এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ডেট্রয়েটের এক বিচারক।

পেনসেলভেনিয়ার ফিলাডেলফিয়ায় মেইল-ব্যালটের কয়েকটি ব্যাচকে বাতিল করতে অনুরোধ জানিয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। এ অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছে।

তবে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য হওয়ার কারণে জর্জিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে পুনর্গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, বাইডেনের প্রচারণা শিবিরের ধারণা, এতে ফলাফলে কোনো পরিবর্তন আসবে না।

আরও পড়ুন:

এবারের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিশ্ছিদ্র নির্বাচন: মার্কিন নির্বাচন কর্মকর্তাদের জোট

অবশেষে জো বাইডেন ও কমলা হ্যারিসকে চীনের অভিনন্দন

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা, সিক্রেট সার্ভিসের ১৩০ জন করোনা আক্রান্ত

স্ত্রীকে সাহায্য করতে চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’

 

 

 

 

 

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago