সৌমিত্রের পরিবারের সদস্যদের হাসপাতালে ডাক, অলৌকিক ভরসায় চিকিৎসকরা

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টায় কোনো উন্নতি হয়নি। তার অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টায় কোনো উন্নতি হয়নি। তার অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

আপাতত অলৌকিক কোনো কিছুর ওপর ভরসা রাখছেন চিকিৎসকরা।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, গত ৪০ দিন ধরে তাকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। হাসপাতাল থেকে সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English

Italy eyes long-term LNG supply deal with Bangladesh

Italian Ambassador to Bangladesh Enrico Nunziata has said his country is interested in a long-term agreement with Bangladesh to supply LNG.

1h ago