নির্বাচনে জালিয়াতির অভিযোগ

ওয়াশিংটনে হাজারো ট্রাম্প সমর্থকের বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এবং এর প্রতিবাদে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। স্থানীয় সময় শনিবার পতাকা নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। প্রাউড বয়েজসহ কট্টর ডানপন্থি দলের সদস্যরাও হেলমেট ও বুলেট প্রুভ ভেস্ট পরে বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভে ট্রাম্প সমর্থকরা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এবং এর প্রতিবাদে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। স্থানীয় সময় শনিবার পতাকা নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। প্রাউড বয়েজসহ কট্টর ডানপন্থি দলের সদস্যরাও হেলমেট ও বুলেট প্রুভ ভেস্ট পরে বিক্ষোভে অংশ নেয়।

বিবিসি জানায়, শনিবার ট্রাম্পের সমর্থকরা হোয়াইট হাউসের পূর্ব দিকে ফ্রিডম প্লাজার কাছে বিকেলে বিক্ষোভ শুরু করেন এবং মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে যান।

এ বিক্ষোভ সমাবেশকে একাধিক নামে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। কেউ কেউ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’—এর সংক্ষিপ্ত রূপ ‘এমএজিএ মার্চ’ নাম দিয়েছেন। এ ছাড়াও, ‘মিলিয়ন মাগা মার্চ’, ‘মার্চ ফর ট্রাম্প’, কেউ আবার ভোট জালিয়াতির অভিযোগে দিকে ইঙ্গিত করে সমাবেশের নাম দিয়েছেন ‘স্টপ দ্য স্টিল’।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন, তিনি সমর্থকদের উদ্দেশে ‘হ্যালো’ বলার জন্যে সমাবেশে থামতে পারেন।

শনিবার বিক্ষোভ চলাকালে এর পাশ দিয়ে গাড়িবহর নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। তবে, সেখানে না দাঁড়িয়ে সোজা ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে চলে যান ট্রাম্প। অবশ্য গাড়িতে বসেই জানালা দিয়ে হাসিমুখে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন। ১৯৯২ সালের পর রাজ্যটিতে এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে জো বাইডেন ইলেকটোরাল কলেজের মোট ৩০৬টি ভোট পেলেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ইলেকটোরাল কলেজের ২৩২টি ভোট।

এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। মূল রাজ্যেগুলোতে নির্বাচন নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। নির্বাচনের পরদিন থেকেই তিনি ব্যাপক জালিয়াতির অভিযোগ করে আসছেন। তবে, এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

শনিবার বিক্ষোভের পর হোয়াইট হাউসের কর্মকর্তা ড্যান স্কাভিনোর একটি ভিডিও রিটুইট করেন ট্রাম্প। বিক্ষোভের ওই ভিডিওতে ট্রাম্প লেখেন, ‘আমরাই জিতব!’

এদিকে, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ সমাবেশের জবাবে পাল্টা সমাবেশের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বামপন্থি দলগুলো। তবে, এখন পর্যন্ত দুইপক্ষের মধ্যে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

জর্জিয়াতেও বিজয়ী বাইডেন, প্রথমবারের মতো নতুন প্রশাসন নিয়ে ইঙ্গিত ট্রাম্পের

এবারের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিশ্ছিদ্র নির্বাচন: মার্কিন নির্বাচন কর্মকর্তাদের জোট

অবশেষে জো বাইডেন ও কমলা হ্যারিসকে চীনের অভিনন্দন

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা, সিক্রেট সার্ভিসের ১৩০ জন করোনা আক্রান্ত

স্ত্রীকে সাহায্য করতে চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago