বরিশালকে নিয়ে ফাইনালে যেতে চান তাসকিন-মিরাজরা

শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচন হয়েছে।

মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়ি বরিশালে। খুলনায় বড় হওয়া মিরাজের কখনই খেলা হয়নি বরিশালের কোন দলে। তাসকিন আহমেদ আবার ঢাকার ছেলে। ঢাকার হয়ে কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়নি তারও। এই দুজনের লক্ষ্যেই এবার অভিন্ন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালকে উৎসবে মাতাতে চান তারা।

শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচন হয়েছে। তাতে হাজির হয়ে পেসার তাসকিন জানান তাদের প্রথম লক্ষ্য ফাইনালে খেলা,  ‘আমি ঢাকার ছেলে। কিন্তু টি-টোয়েন্টি টুর্নামেন্টে কখনো ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি। চট্টগ্রাম-সিলেট-রংপুরে খেলেছি। এবার বরিশালে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। মাত্রই দলের লোগো ও জার্সি উন্মোচিত হয়েছে। আশা করি আমাদের সামনের যাত্রাটাও ভালো হবে।’

‘প্রথমবারের মতো বরিশালের হয়ে কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে চাই। লক্ষ্য থাকবে ফাইনাল খেলা।’

শেষ হওয়া প্রেসিডেন্ট’স কাপে বল হাতে দারুণ ছন্দ দেখিয়েছিলেন তাসকিন। পেয়েছেন সেরা ক্যামব্যাক খেলোয়াড়ের পুরস্কার। এই পেসার টি-টোয়েন্টিতেও রাখতে চান নিজের উন্নতির ছাপ।

অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ প্রথমবার বরিশালের হয়ে খেলতে পেরে আলাদা রোমাঞ্চ অনুভব করছেন, ‘আমার দাদা ও নানার বাড়ি বরিশাল। কিন্তু বড় হয়েছি খুলনায়। বরিশালের বাড়িতে প্রায়ই যাই। আগে কখনো বরিশালের হয়ে খেলা হয়নি বলে আত্মীয় স্বজন আফসোস করতেন। এবার তাদের আশা পূরণ হলো।’

মিরাজ মনে করেন বিদেশি ক্রিকেটার না থাকায় এবার দারুণ কিছুর সুযোগ আছে স্থানীয়দের,  ‘বিদেশি ক্রিকেটার না থাকায় স্থানীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খুব ভালো সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। অনেক দিন পর এ ধরনের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাচ্ছি। সবাই উন্মুখ হয়ে আছে ভালো খেলার। আমি সর্বশেষ টুর্নামেন্ট ভালো খেলতে পারিনি। চেষ্টা করব এটাতে ভালো করে সামনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিটা ভালোভাবে নিতে।’

২৪ নভেম্বর টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের প্রতিপক্ষ সাকিব আল হাসানের জেমকন খুলনা।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানবির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago