সৌমিত্রের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবকহীন হয়ে পড়লো: মমতা বন্দ্যোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সৌমিত্রের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবকহীন হয়ে পড়েছে।

আজ রোববার টুইটে তিনি বলেন, ‘ফেলুদা ’আর নেই। ‘অপু’ বিদায় বলেছে। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। তিনি জীবদ্দশায় কিংবদন্তি হয়ে আছেন। আন্তর্জাতিক, ভারতীয় এবং বাংলা সিনেমা একটি দৈত্য হারিয়েছে। আমরা তাকে খুব মিস করবো। তার বিদায় বাংলা চলচ্চিত্র জগৎ অভিভাবকহীন হয়ে পড়লো।’

 

তিনি আরও টুটই করেন, ‘সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত, তিনি দা লিজিওন অফ অনার, দাদাসাহেব ফালকে পুরস্কার, বঙ্গ বিভূষণ, পদ্মভূষণ এবং বিভিন্ন জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। তার পরিবার, ফিল্মের ভ্রাতৃত্ব এবং বিশ্বজুড়ে তার ভক্তদের প্রতি আমার সমবেদনা।’

Comments