বাবুনগরী হেফাজতের নতুন আমির

জুনায়েদ বাবুনগরীকে হেফাজতের নতুন আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এ সম্মেলন শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ৩টায়। দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক বাবুনগরীর নাম ঘোষণা করেন।

জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

সম্মেলনে সারা দেশ থেকে আসা ৪০০ কাউন্সিলর আমিরসহ হেফাজতে ইসলামের অন্যান্য পদে নেতা নির্বাচন করেন। নূর হোসেন কাসেমীকে নতুন কমিটির মহাসচিব করা হয়েছে। এর আগে বাবুনগরী দলের মহাসচিব এবং নূর হোসেন কাসেমী ঢাকার আমিরের দায়িত্ব পালন করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। এরপর থেকেই আমির নির্বাচন নিয়ে সংগঠনটির মধ্যে আলোচনা হচ্ছিল।

Comments