মানুষের মাথার ১২ খুলি ও ২ বস্তা হাড়সহ আটক ১
ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন রোডে অভিযান চালিয়ে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোররাতে পুলিশের এই অভিযানে আটককৃত যুবকের নাম বাপ্পী (৩২)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত ২টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের এক বাসায় অভিযান চালানো হয়। এসময় বাসার ভেতর থেকে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযানের সময় বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিভিন্ন কবরস্থান থেকে চুরি করা এসব খুলি ও হাড় পাচারের জন্য মজুদ করা হয়েছিল।’
Comments