ফেনীতে রাতে গৃহবধূর ঘরে প্রবেশের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ফেনীর পরশুরামে গতরাতে গৃহবধূর ঘরে প্রবেশের অপরাধে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর পরশুরামে গতরাতে গৃহবধূর ঘরে প্রবেশের অপরাধে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত শাহ পরান হোসেন (২৩) উপজেলার মির্জানগর ইউনিয়নের ফকিরের খিল গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক।

এ ঘটনায় আজ রোববার তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে শাহ পরান হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করেন। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। তাকে দুপুর ২টা পর্যন্ত ঘরে তালাবন্ধ করে রাখা হয়। এরপর খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ শাহ পরান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ও যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক শাহ পরান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়।

রাতে গৃহবধূর ঘরে প্রবেশের অভিযোগে শাহ পরান হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Comments