ফের ঝড়ের আভাস দিয়েই থামলেন তামিম
আগের ম্যাচে নেমেছিলেন রান তাড়া করতে। চাপটা তাই ছিল একটু বেশি। এই ম্যাচে আগে ব্যাট করতে নামায় কিছুটা নির্ভার ছিল পরিস্থিতি। তবে এবারও ঝড়ো শুরু করে ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল।
পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে লাহোর কালান্দার্সের হয়ে তামিম করেন ২০ বলে ৩০ রান। তার আগ্রাসী ব্যাটে উড়ন্ত সূচনাই পেয়েছিল লাহোর।
ওভারপ্রতি প্রায় ১০ করে রান আসছিল তাদের। তবে পঞ্চম ওভারে জুনাইদ খানের বলে থেমে যায় ৫ চারে তামিমের ছোট ঝড়। তবে শেষ পর্যন্ত জিতেছে তামিমের দলই। প্রথমবারের মতো উঠেছে পিএসএলের ফাইনালে। সামিথ প্যাটেল, ডেভিড ভিসের ব্যাটে লাহোর করে ১৮২ রান। ওই রান তাড়া করে ১৫৭ রানে থেমে ২৫ রানে ম্যাচ হারে মুলতান সুলতান।
মঙ্গলবার ফাইনালে তামিমদের প্রতিপক্ষ করাচি কিংস।
অফ স্পিনার অ্যাডাম লিথকে এগিয়ে এসে লং অফ দিয়ে চারে শুরু তামিমের। পরের ওভারে সোহেল তানবীরকে মেরেছেন ক্ল্যাসিকাল কাভার ড্রাইভ। মোহাম্মদ ইলিয়াসকে স্কয়ার কাট, আর স্কয়ার ড্রাইভে করেন সীমানাছাড়া। বড় কিছুর আভাসই মিলছিল তখন। কিন্তু জুনায়েন খানের বলে অনসাইডে ঠেলে দিতে গিয়ে বলের গতি বুঝতে পারেননি। টপ এজে সোজা ক্যাচ উঠে পয়েন্টে থাকা খুশদিল শাহর হাতে।
তামিমের সঙ্গী ফখর অবশ্য আরও খানিকক্ষণ টিকেছিলেন। করেছেন ৩৬ বলে ৪৬ রান। শেষ দিকে সামিথ প্যাটেল ১৬ বলে ২৬ আর ডেভিড ভিসের ২১ বলে ৪৮ রানে ১৮২ রানের পূঁজি পেয়ে যায় লাহোর।
Comments