সেলফ আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত সংসদ সদস্যের সংস্পর্শে যাওয়ার কারণে সেলফ আইসোলেশনে আছেন।
আজ সোমবার ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স।
জনসনের মুখপাত্র বলেন, জনসন বর্তমানে সুস্থ আছেন এবং তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। চলতি বছরের শুরুর দিকে তিনি লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিট থেকে কাজ চালিয়ে যাবেন। তিনি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন। তবে, তিনি অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং সেলফ আইসোলেশনে থাকবেন।’
রয়টার্স জানায়, জনসন গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। যেখানে লি অ্যান্ডারসনও উপস্থিত ছিলেন। যার করোনার উপসর্গ ছিলো এবং পরে করোনা পজিটিভ হয়েছেন।
Comments