ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রণজিৎ দাস চৌহান মারা গেছেন। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রণজিৎ দাস চৌহান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ রফিক জব্বার হলে থাকতেন। তার বাড়ি কুমিল্লায়।
তিনি জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সিনে সোসাইটি’র সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে রণজিতের বন্ধু সাইফুল ইসলাম পরশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত শনিবার থেকে রণজিৎ জ্বরে ভুগছিল। গতকাল তাকে কুমিল্লার টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢামেকে নিয়ে যেতে বলেন। পরে ওইদিন রাত ১টায় তাকে ঢামেকে ভর্তি করা হলে ১টা ৪০ মিনিটের দিকে সে মারা যায়।’
Comments