যুক্তরাষ্ট্রের জনগণ এখনো তীব্রভাবে বিভক্ত: ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যেক প্রার্থী ৭০ মিলিয়নের বেশি ভোট পেয়েছেন। এতে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রের জনগণ এখনো তীব্রভাবে বিভক্ত।
রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচনের ফল যা বলছে তাতে বোঝা যাচ্ছে আমরা এখনো তীব্রভাবে বিভক্ত। বিশ্বের দৃষ্টিভঙ্গিতে যে বিকল্প শক্তি প্রচার মাধ্যমে উপস্থাপিত হয়েছে, ভোটাররা তা গ্রহণ করেছে। আসলে এর ক্ষমতা অনেক।’
বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘হ্যাঁ। আমরা যদি সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাসের ওপর নির্ভর করে কাজ করি, তাহলে আমাদের গণতন্ত্রের পক্ষে কাজ করা কঠিন হয়ে যাবে।’
জো বাইডেনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়ে তাকে জনসমক্ষে সমালোচনার মুখে পড়তে হয়েছে… যা সাধারণত কোনো সাবেক প্রেসিডেন্ট করেন না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে উপস্থিত হওয়া আমার পছন্দ নয়। আমি মনে করি এই নির্বাচনে আমরা এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে কিছু নিয়ম, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ ছিলো। তবে, তা লঙ্ঘন করা হয়েছে। তাই আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলো যারা অফিসে দায়িত্ব পালন করেছিলেন তাদের পক্ষে মানুষকে জানানো যে, এটি স্বাভাবিক নয়।’
Comments