অ্যাতলেতিকোর বিপক্ষে বুসকেতসকে পাচ্ছে না বার্সেলোনা!
এমনিতেই লা লিগায় খুব একটা সুবিধাজনক স্থানে নেই ফুটবল ক্লাব বার্সেলোনা। মাঝে চার ম্যাচে জয়হীন ছিল তারা। যদিও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তবে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাতলেতিকো মাদ্রিদ। আর সে ম্যাচে দলের অন্যতম সেরা মিডফিল্ডার সের্জিও বুসকেতসের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। রেডিও কাতালুনিয়ার সংবাদ অনুযায়ী, হাঁটুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এ স্প্যানিশ মিডফিল্ডারকে।
স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ইনজুরিতে পড়েন বুসকেতস। ম্যাচের ৪৩তম মিনিটে একটি ট্যাকলে আঘাত পান তিনি। যদিও প্রাথমিক শুশ্রূষা নিয়ে খেলেছেন ৭৩ মিনিট পর্যন্ত। তবে এরপর অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন তিনি। স্প্যানিশ চিকিৎসক দল তার ইনজুরি নিয়ে বলেছেন, 'বাঁ পায়ের হাঁটুতে বড় আঘাত পেয়েছেন বুসকেতস এবং অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন।'
রেডিও কাতালুনিয়ার সংবাদ অনুযায়ী, এ ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বুসকেতসকে। তবে আজ সোমবার তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। আগের দিন তাই অনুশীলনে যোগ দেননি বুসকেতস।
ইনজুরির কারণে এদিকে আগামী শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এরপর ওসাসুনা ও কাদিজের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। অবশ্য এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষেও ম্যাচ রয়েছে কাতালানদের। এছাড়া জাতীয় দলের জার্সিতে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না স্পেন।
Comments