ট্রাম্পের সঙ্গে সাংবাদিক দমনকারী স্বৈরশাসকদের তুলনা ওবামার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক দমনকারী স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন। যদিও ওবামা প্রশাসনের বিরুদ্ধেই গোপনে সাংবাদিকদের পর্যবেক্ষণসহ সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ ছিল বলে ফক্স নিউজ জানিয়েছে।
ফাইল ফটো এপি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক দমনকারী স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন। যদিও ওবামা প্রশাসনের বিরুদ্ধেই গোপনে সাংবাদিকদের পর্যবেক্ষণসহ সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ ছিল বলে ফক্স নিউজ জানিয়েছে।

সিবিএস নিউজের 'সিক্সটি মিনিট' অনুষ্ঠানে উপস্থাপক স্কট পেলির সঙ্গে কথোপকথনে ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের দাবির বিষয়ে ওবামার মতামত চাইলে তিনি এ মন্তব্য করেন।

ওবামা বলেন, 'কেবল আগত বাইডেন প্রশাসনকেই নয়, গণতন্ত্রকে নস্যাৎ করতে এই পদক্ষেপ। তবে, এটা বিপজ্জনক পথ।'

তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে ক্ষমতায় থাকতে যে কোনও কিছু করাই ন্যায়সঙ্গত বলে একটা ধারণা তৈরি হয়েছে।'

তবে এই ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নয় বলে মন্তব্য করেন তিনি।

ওবামা বলেন, 'বিশ্বে এমন অনেক স্বৈরশাসক আছে, যারা মনে করেন যে ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনও কিছু করতে পারি। মানুষ হত্যা করা করতে পারি। তাদের কারাগারে নিক্ষেপ করতে পারি। নির্বাচনে জালিয়াতি করতে পারি। সাংবাদিকদের দমন করতে পারি।'

'কিন্তু, আমরা তা করব না। আমি মনে করি, জো বাইডেনের বিশ্বের কাছে জানানো উচিৎ যে আমরা যে মূল্যবোধের চর্চা করেছি এবং আমরা যা মেনে চলেছি, আমরা এখনও তাতেই বিশ্বাস করি,' যোগ করেন তিনি।

যদিও ফক্স নিউজ জানায়, ওবামা প্রশাসনের সময় কোনওভাবেই যুক্তরাষ্ট্রে উদারপন্থী গণতান্ত্রিক প্রজাতন্ত্রের চর্চা ছিল না।

২০১৩ সালের গোড়ার দিকে প্রকাশিত আদালতের এক নথিতে দেখা যায়, ওবামা প্রশাসন ফক্স নিউজের প্রতিবেদক জেমস রোজেনকে গোপনে পর্যবেক্ষণ করছিল। তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ না থাকলেও, এফবিআই তাকে 'অপরাধের সহ-ষড়যন্ত্রকারী' বলে অভিহিত করেছিল।

বিচার বিভাগও গুপ্তচরবৃত্তি আইনে রোজেনের ইমেইল জব্দ করে। ১৯৫৩ সালে এই আইন প্রয়োগ করে দুই মার্কিন কমিউনিস্ট জুলিয়াস এবং এথেল রোজেনবার্গকে সোভিয়েত ইউনিয়নকে গোপনীয় তথ্য দেওয়ার অভিযোগে শাস্তি দেওয়া হয়।

ট্রাম্প প্রকাশ্যে সংবাদমাধ্যমের নিন্দা করলেও, ওবামা প্রশাসন এর চেয়ে আরও এক ধাপ এগিয়ে ছিল। গুপ্তচরবৃত্তি আইন ব্যবহার করে সংবেদনশীল তথ্য ফাঁসের জন্য পূর্ববর্তী সব প্রশাসনের চেয়ে বেশি লোকের বিচার হয়েছিল তার আমলে।

ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পকে 'হত্যাকারী স্বৈরশাসকের' সঙ্গে তুলনা করেছেন। কিন্তু, ওবামা প্রশাসনের অনুমতিতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-মধ্য এশিয়ায় ৫০০ এরও বেশি ড্রোন হামলা হয় এবং এতে ৩০০ এরও বেশি বেসামরিক লোক নিহত হয় বলে জানায় ফক্স নিউজ।

Comments

The Daily Star  | English

Extreme weather events threatening food security

Since May last year, Bangladesh faced more than a dozen extreme weather events -- four cyclones, nine incidents of floods, and multiple spells of heavy rains, heatwaves, and cold waves -- and now they threaten food security..These events not only harmed individual farmers and food security

23m ago