জ্যেষ্ঠ এএসপি আনিসুলের মৃত্যু: জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেপ্তার
রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের কর্মচারীদের মারধরে পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তেজগাঁও ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, ডা. আব্দুল্লাহ আল মামুনই আনিসুল করিম শিপনকে মাইন্ড এইড হাসপাতালে রেফার করেছিলেন। আজ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে না পারায় পরে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
৪ মিনিটের মাথায় নিস্তেজ হয়ে পড়েন সিনিয়র এএসপি আনিসুল
জঘন্য হত্যাকাণ্ডের শিকার জ্যেষ্ঠ এএসপি আনিসুল করিম: ডিএমপি
সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যু ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’, গ্রেপ্তার ১০
এএসপি আনিসুলের মৃত্যু: যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি আইন ও সালিশ কেন্দ্রের
Comments