সিলেটে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সংযোগ সচল হয়নি এখনও
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত হয়ে পরেছে সিলেটের বিদ্যুৎ সেবা। আগুন নিয়ন্ত্রণে আসলেও কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না বিদ্যুৎ বিভাগ।
আজ মঙ্গলবার সকালে ১১টার দিকে এই ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে আছে, তবে পুরো সিলেট জেলার পিডিবি ও পল্লী বিদ্যুতের সব গ্রাহকই বিদ্যুৎহীন।
জেলা প্রশাসক বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ কখন শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে পিডিবি ও পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জনগণকে জানাতে মাইকিং করানো হচ্ছে। এক্ষেত্রে সিটি করপোরেশনেরও সহযোগিতা নেওয়া হচ্ছে।’
তিনি জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
Comments