বাস পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতা-কর্মীর আগাম জামিন
রাজধানীতে বাস পোড়ানোর একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নেতা-কর্মীদের জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগের দিন আসামিদের আইনজীবী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
বিএনপির আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে জানান, গত ১২ নভেম্বর রাজধানীর কয়েকটি এলাকায় বাস পোড়ানোর ঘটনায় বিভিন্ন থানায় পৃথক ১১টি মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, ‘আসামিরা এসব ঘটনার সঙ্গে জড়িত নন।’
Comments