এ বছর হচ্ছে না চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

bfdc-1_0.jpg
করোনাকালে এফডিসি ফাঁকা। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষে নতুন মেয়াদ (২০২১-২০২২) কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু, করোনার কারণে সরকারি নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সাধারন সম্পাদক বদিউল আলম খোকন।

সাংবিধানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয় নির্বাচনের ৪৫ দিন আগে। সে অনুযায়ী ডিসেম্বরের শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদের জন্য কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান ও শাহ আলম কিরণের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের জন্য শাহীন সুমন, সাফি উদ্দিন সাফীর নাম শোনা যাচ্ছে।

পরপর দুই বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন একই পদে আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

31m ago