টিউশন ফি ছাড়া অন্য খাতে টাকা নিতে পারবে না বেসরকারি মাধ্যমিক স্কুল
কোভিড-১৯ মহামারি বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, লাইব্রেরি, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন ফি নিতে পারবে না।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে কোনও প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য ফি নিয়ে থাকলে, তা ফেরত দিতে হবে কিংবা টিউশন ফি এর সঙ্গে সমন্বয় করতে হবে। এ ছাড়া, কোনও শিক্ষার্থীর অভিভাবক চমর আর্থিক সংকটে থাকলে, সেই শিক্ষার্থীর টিউশন ফি এর বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে বিবেচনা করতে বলা হয়।
কোভিড পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনও নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে না পারলে, ওই খাতে কোনও ফি নিতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যৌক্তিক ফি নেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Comments