৯৫ শতাংশ কার্যকারিতা নিয়ে ফাইজারের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শেষ
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে ফাইজার।
আজ বুধবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স জানায়, শিগগিরই যুক্তরাষ্ট্রে এর জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করা হবে এবং এর জন্য ভ্যাকসিন ব্যবহারে প্রয়োজনীয় দুই মাসের সুরক্ষা তথ্য আছে ফাইজারের কাছে।
ফাইজার জানায়, বয়স-জাতি-বর্ণ ভেদে এই ভ্যাকসিনের কার্যকারিতার হেরফের হয় না। এ ছাড়া, ভ্যাকসিন ব্যবহারে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ কারণে, বিশ্বের সবখানেই এই ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।
৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে যারা করোনাভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ, তাদের ক্ষেত্রে এ ভ্যাকসিনের কার্যকারিতা ৯৪ শতাংশেরও বেশি বলে জানায় ফাইজার।
এর আগে, গত সপ্তাহে ট্রায়ালের প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে ভ্যাকসিনটির ৯০ শতাংশ কার্যকারিতার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান মডার্নাও গত সোমবার তাদের ভ্যাকসিনের প্রায় ৯৫ শতাংশ (৯৪.৫%) কার্যকারিতা দেখিয়ে ট্রায়ালের প্রাথমিক তথ্য প্রকাশ করে।
ফাইজার আজ জানায়, ৪৩ হাজার স্বেচ্ছাসেবীর ট্রায়ালে এখন মাত্র ১৭০ জন আক্রান্ত আছেন। তাদের মধ্যে ১৬২ জনকে প্লেসবো প্রয়োগ করা হয়েছে এবং আট জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবীদের মধ্যে দশ জন মারাত্মকভাবে করোনায় আক্রান্ত। তাদের মধ্যে একজনের ওপর ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।
Comments