মানসিক রোগ বিশেষজ্ঞদের চেম্বারে রোগী দেখা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বার এবং অনলাইনে কনসালটেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস।

মানসিক রোগের চিকিৎসকদের সংগঠনটি আজ ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে।

ঢাকার শ্যামলীতে বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালটির কর্মীদের পিটুনিতে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর সোমবার ভোরে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ডা. আব্দুল্লাহ আল-মামুনকে ইনস্টিটিউটের ডরমিটরি থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এএসপি আনিসুল করিমের আত্মীয় স্বজন তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তির বদলে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আনার পর প্রথমে তাকে উত্তেজনা প্রশমনকারী ইনজেকশন দেওয়া হয়। তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এর পরও রোগীর স্বজনরা রোগীকে নিয়ে মাইন্ড এইড হাসপাতালে যান।

তারা আরও বলেন, ভিডিও ফুটেজে এটা স্পষ্ট যে, এএসপি আনিসুল করিমের সঙ্গে ধস্তাধস্তিতে কোথাও ডা. আব্দুল্লাহ আল-মামুন অংশগ্রহণ করেননি এবং রোগীর ব্যবস্থাপত্র দেননি। তাহলে তিনি কিভাবে হত্যা মামলার আসামি হলেন? বিদ্বেষপ্রসূত ও বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ডা. আব্দুল্লাহ আল-মামুনের মুক্তি দাবি করা হয়।

আরও পড়ুন:

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদ সাইকিয়াট্রিস্ট এসোসিয়েশনের

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

15h ago