আনন্দধারা

নিজ দেশে দাসের মতো আচরণে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি: কঙ্গনা

বলিউড তারকা ও ভারতের জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন, তিনি নিজের দেশে দাসের মতো আচরণে অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছেন।
কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

বলিউড তারকা ও ভারতের জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন, তিনি নিজের দেশে দাসের মতো আচরণে অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছেন।

গতকাল বুধবার এই বলিউড অভিনেত্রী এক টুইটে এ কথা লেখেন।

তিনি টুইট করেন, ‘নিজের দেশে দাসের মতো আচরণে আমি ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছি। আমরা আমাদের উৎসবগুলো উদযাপন করতে পারি না। সত্য কথা বলতে পারি না এবং আমাদের পূর্বপুরুষদের রক্ষা করতে পারি না। আমরা সন্ত্রাসবাদের নিন্দা করতে পারি না। অন্ধ রক্ষাকারী দ্বারা নিয়ন্ত্রিত এমন লজ্জাজনক দাসজীবনের কী দরকার?’

বলিউউ লাইফ জানায়, খুব শিগগির কঙ্গনা তেজাসের শুটিং শুরু করবেন।

এই সিনেমা নিয়ে তিনি মুম্বাই মিররকে বলেছিলেন, ‘প্রায়ই, আমাদের সাহসী নারীরা যে ত্যাগ স্বীকার করেন, তা জাতির নজরে আসে না। তেজাস এমন একটি সিনেমা যেখানে আমি তেমন একজন নারীর চরিত্রে অভিনয় করেছি। যিনি বিমানবাহিনীর পাইলট ছিলেন। আমি মনে করি সিনেমাটি এই প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে।’

Comments

The Daily Star  | English

Italy eyes long-term LNG supply deal with Bangladesh

Italian Ambassador to Bangladesh Enrico Nunziata has said his country is interested in a long-term agreement with Bangladesh to supply LNG.

1h ago