মর্গে মরদেহের সঙ্গে ডোমের বিকৃত আচরণ
অপঘাতে মৃত্যুর ঘটনায় ডিএনএ পরীক্ষা ও প্রোফাইল তৈরির সময় মর্গে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সিআইডির পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদপুর এবং কাফরুল থানার পাঁচটি ঘটনায় এইচভিএস-এর (হাই ভ্যাজাইনাল সোয়াব) ডিএনএ পরীক্ষা ও প্রোফাইল তৈরির সময় একই ব্যক্তির বীর্যের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, এক জন ব্যক্তি ধর্ষণের পরে ভুক্তভোগীকে হত্যা করেছেন কিংবা একই ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়ে ভুক্তভোগী আত্মহত্যা করেছেন। সিআইডি’র ঢাকা মহানগর পশ্চিম বিভাগকে বিষয়টির তদন্ত ভার দেওয়া হয়। তদন্তে বেরিয়ে আসে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত একটি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে এইচভিএস পাঠানো হয়েছিল।
ওই মেডিকেল কলেজের ডোমদের তথ্য সংগ্রহ করে দেখা যায়, পাঁচটি ঘটনায় ময়নাতদন্তের জন্য আনা মরদেহ রাতে পাহারায় একই ব্যক্তি ছিলেন। সিআইডি’র অনুসন্ধান শুরুর পরে মুন্না ভক্ত নামে এক ডোম গা ঢাকা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। রাজধানীর শেরেবাংলা নগর থানার দণ্ডবিধির ৩৭৭, ১৭০ ও ১০৯ ধারায় দায়ের হওয়া মামলায় (মামলা নং: ৪০) গতকাল মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে আসামির ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে বলে জানায় সিআইডি।
Comments