ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিন উদ্দিন রুবেল (২৭) কক্সবাজারের টেকনাফের বাসিন্দা হলেও চট্টগ্রামের খুলশী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন একজন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের দেখে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটকের পর ২৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো ফেনীতে বিক্রির জন্য আনা হয়েছে বলে তিনি স্বীকার করেন। এর আগেও তিনি একইভাবে ফেনীতে ইয়াবা পৌঁছে দিয়েছেন,’ বলেন তিনি।
তিনি জানান, গ্রেপ্তার ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Comments