দিল্লির অধিকাংশ করোনা রোগীর মৃত্যু হাসপাতালে ভর্তির ১০ দিন পর
ভারতের দিল্লিতে অধিকাংশ করোনা রোগীর হাসপাতালে ভর্তির ১০ দিন পর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু কিছু মৃত্যুর ঘটনা হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে ঘটেছে। তবে, বেশিরভাগের মৃত্যু হয়েছে ১০ দিন পরে। যদি মৃত্যুর অনুপাত দেখা হয় তাহলে দেখা যাবে এটি প্রায় সমান ১ দশমিক ৫৭ শতাংশ। যা জাতীয় গড়ের সঙ্গে তুলনীয়। জাতীয় পর্যায়ে গড় মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ। এক সময় দিল্লিতে শনাক্তের হার জাতীয় হারের চেয়ে প্রায় এক শতাংশ বেশি ছিলো।’
হিন্দুস্তান টাইমস জানায়, দিল্লিতে গত সাত দিনে মৃত্যুর হার বেড়েছে ২.৭৮ শতাংশ।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জুনে করোনার প্রথম ঢেউ চলাকালে হাসপাতালে ভর্তির দুই থেকে তিন দিনের মধ্যে দিল্লিতে অর্ধেক মৃত্যুর ঘটনা ঘটেছিলো। জুন-জুলাইয়ের দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিলো ১০১। তবে, নতুন করে সংক্রমণ বাড়ার পরে গত ১১ নভেম্বর দিল্লিতে একদিনে ১৩১ জন মারা যান।
Comments