‘হাকিম সুস্থ হয়েছে এর চেয়ে আনন্দের কিছু নেই’
অভিনেতা আজিজুল হাকিম শারীরিকভাবে এখনও দুর্বল। লাইফ সাপোর্ট থেকে কেবিনে স্থানান্তর করার পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।
আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম দ্য ডেইলি স্টারকে আজ শনিবার সকালে বলেন, ‘হাকিমের দুর্বলতা কাটতে আরও সময় লাগবে। সুস্থ হয়েছে এর চেয়ে আনন্দের কিছু নেই। সবার ভালোবাসায় হাকিম সেরে উঠছে, কথা বলছে, কেবিনের ভেতর হাঁটছে। চিকিৎসক বলেছেন, হাকিম সুস্থ হয়ে গেলে কয়েকমাস তাকে বিশ্রামে থাকতে হবে।’
১০ নভেম্বর আজিজুল হাকিম সপরিবার করোনা আক্রান্ত হন। করোনায় আক্রান্ত তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
১৩ নভেম্বর অভিনেতা আজিজুল হাকিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বর্তমানে কেবিনে রয়েছেন এই অভিনেতা।
আজিজুল হাকিমের বয়স ৬১ বছর। টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় এই অভিনেতা ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা।
১৯৯৩ সালে জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। তাদের এক মেয়ে নাজাহ হাকিম ও এক ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম।
আরও পড়ুন: স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম
Comments