কাবুলে রকেট হামলায় নিহত ৮, আহত ৩১
আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলায় কমপক্ষে আট বেসামরিক নাগরিক নিহত এবং ৩১ জন আহত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে কাবুলের আবাসিক এলাকায় বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
দুই দিন আগে সুইজারল্যান্ডের জেনেভাতে আফগানিস্তানের দাতাগোষ্ঠিদের বড় একটি সম্মেলনের পর কাবুলে এ রকেট হামলা হলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, একটি ছোট ট্রাকে করে 'সন্ত্রাসীরা' ১৪টি রকেট নিয়ে আসে। শহরের ভেতরে ট্রাকটি কীভাবে এলো, তার তদন্ত চলছে।
শহরের বাসিন্দাদের কেউ কেউ রকেট হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ফেসবুকে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে ক্ষতিগ্রস্থ গাড়ি, ভাঙ্গা জানালা ও বাড়িতে রকেটের আঘাতের চিহ্ন দেখা গেছে।
ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, একটি রকেট দূতাবাসের পাশে আঘাত করে। মূল ভবনে কিছুটা আঘাত এলেও, কর্মীদের কেউ আহত হয়নি।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর থেকে আফগানিস্তানে তালেবান ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর হামলা বাড়ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগানিস্তান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য আজ কাতার যাচ্ছেন।
এই মাসের গোড়ার দিকে বেশ কয়েকজন বন্দুকধারী কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে কমপক্ষে ৩৫ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগ শিক্ষার্থী। ওই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।
Comments