করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৫২০৯, মৃত্যু ৫০১

মুম্বাইয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২১ নভেম্বর ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৫ হাজার ২০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯০ লাখ ৯৫ হাজার ৮০৬ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও ৫০১ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৩৩ হাজার ২২৭ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮৫ লাখ ২১ হাজার ৬১৭ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৬৯ শতাংশ।

আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কেরালা, উত্তর প্রদেশ ও দিল্লিতে। দেশটিতে মোট শনাক্ত ৯০ লাখ ৯৫ হাজার ৮০৬ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন চার লাখ ৪০ হাজার ৯৬২ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ লাখ ৭৫ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১৩ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ১৩৪টি নমুনা।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ১২২ জন এবং মারা গেছেন ১৩ লাখ ৮০ হাজার ৪৩৬ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৭২ লাখ ১৪ হাজার ৩৭৬ জন।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

21m ago